মোহাম্মদ মঈনুল হোসেন

ইউপি প্রশাসনিক কর্মকর্তা
01818416577
udc13southmadarsha@gmail.com
স্মার্ট স্থানীয় সরকার, উন্নত সেবা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বর্তমানে আমি প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদকে স্মার্ট ইউনিয়ন করার লক্ষ্যে ইউনিয়নের সকল হোল্ডিং নম্বর ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নম্বর QR কোড যুক্ত স্মার্ট কার্ড সিস্টেমে চালু করেছি এবং ক্যাশলেস ইউনিয়ন ওয়েবসাইট ও সফটওয়্যারের মাধ্যমে অনলাইন ই-সেবা চালু করেছি। ফলে ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের সকল নাগরিক হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, সকল প্রকার প্রত্যয়ন আবেদন, আবেদন কপি প্রিন্ট ও সকল ফি বিকাশে পেমেন্টের মাধ্যমে www.southmadarshaup.com ওয়েবসাইট থেকে সকল সেবা গ্রহন করতে পারবে। এতে করে স্মার্ট নাগরিক সেবার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।